ভিকি এবং ক্যাটরিনার নিজেদের বিয়ে নিয়ে কড়া নিয়মকানুন তৈরি করেছিলেন। বিয়ের অনুষ্ঠানের কোনোরকম তথ্য যাতে বাইরে না যায়, তার জন্য সহকারীদের চুক্তিপত্রে সই করানো থেকে শুরু করে ছবি-ভিডিয়ো তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাঁদের বিয়েতে। এবার সেই পথেই কি হাঁটতে চলেছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট?
সূত্রের খবর, এই রকমই কড়াকড়ি থাকবে তাঁদের বিয়েতে। তাঁদের বিয়েতেও সহকারীদের একটি বিশেষ চুক্তিপত্রে সই করানো হবে। সেই চুক্তির দাবি, তাঁদের বিয়ে সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা যাবে না। কারা নিমন্ত্রিত এবং কারা নিমন্ত্রিত না, সব কিছুই গোপন থাকবে।
প্রত্যেকদিনই কিছু না কিছু খবর প্রকাশ পাচ্ছে বলিপাড়া থেকে। জানা যাচ্ছে যে, আগামী ১৭ এপ্রিল বিয়ে করতে চলেছেন এই দুই তারকা। কপূর পরিববারের পৈতৃক বাড়ি আরকে হাউসেই বিয়ের সমস্ত অনুষ্ঠান আয়োজিত হবে।