পুজো এসেই গেছে। এই আনন্দের মুহূর্ত দ্বিগুণ হয় গানের তালে, নাচের ছন্দে। প্রতি বছরই পুজোর আগে গান রিলিজ করেন নানান শিল্পীরা। এই বছরের পুজোতে একগুচ্ছ গান নিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। গানটির নাম ‘স্বপ্নেরই ঝিনুকে’।
সেই নিয়ে রাঘব জানান, গানটা তিনি গাইছেন। সুর করেছেন আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী ও লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়। তাঁর মেয়েরা নাকি যেসব গান করে, সেগুলোর অধিকাংশই পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজ তাঁর গানের রেকর্ডিং আছে।
তবে একটি নয়, বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজোর গান বেরচ্ছে রাঘব চট্টোপাধ্যায়ের কাছ থেকে। গানের বিষয় নিয়ে রাঘব বলেছেন, এই গানটি বাংলা আধুনিক গান। ৭০-৮০’র দশকে যে ধরনের বাংলা গান বেরত, ঠিক সেরকম। তাঁর মতে, রাহুল দেব বর্মনের প্যাটার্নের গান এটি। আধুনিক গান, কিন্তু তাতেও পুরনো ধাঁচ রাখছেন রাঘব।