কয়েক দিন আগেই কাজে ফিরেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। নভেম্বরের মাঝামাঝি হঠাৎই প্রয়াত হন রচনার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জী। সেই শোক কাটিয়ে উঠতে তাঁর বেশ খানিক সময় লেগে গেল। জীবনে হঠাৎ নেমে আসা এই দুর্যোগে বেসামাল হয়ে পড়েছিলেন রচনা। তবে এখন কাজে ফিরেছেন ঠিকই, কিন্তু মন ভাল হয়নি অভিনেত্রীর।
গত মাসের ১৫ তারিখ বাবাকে হারান রচনা। আর শ্রাদ্ধের দুদিন পরেই ২৭ নভেম্বর ‘দিদি নাম্বার ওয়ান’ এর শুটিংয়ে ফেরেন তিনি। ক্যামেরার সামনে হাসি মুখে থাকলেও ক্যামেরার পিছনে বাবার স্মৃতি বারবার ফিরে আসছে তাঁর মনে। সম্প্রতি অনেকদিন পর নিজের শাড়ির বুটিক ‘রচনাস ক্রিয়েশনস’ এর জন্য সোশ্যাল মিডিয়া থেকে লাইভে এসেছিলেন তিনি।
লাইভ চলাকালীন বাবার কথা মনে করতেই কান্নায় ভেঙে পড়েন রচনা। আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন সবটাই বাবার অনুপ্রেরণাতেই, জানালেন তিনি নিজেই। হঠাৎ তাঁর বাবার চলে যাওয়াটা মেনে নিতে পারেননি তিনি। নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন। আসলে অভিনেত্রী রচনার জীবনে বাবা রবীন্দ্রনাথ ছিলেন একজন পথপ্রদর্শকের মতো।