এক সময় টেলিফোনে অনেকেরই কম- বেশি ব্ল্যাঙ্ক কল আসতো। আর সেই টেলিফোনকেই কাজে লাগিয়ে ছোটবেলার ‘ক্রাশ’-কে ‘ব্ল্যাঙ্ক কল’ দিতেন টলিপাড়ার অভিনেত্রী মানালি দে।
মানালি যে মানুষকে ‘ক্রাশ’ খেতেন তিনি আর কেউ নন ইন্ডাস্ট্রিরই একজন। তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘দাদাগিরি’-র মঞ্চে এসে অভিনেত্রী নিজেই নিজের শৈশবের ভাল লাগার কথা ফাঁস করেছিলেন। মানালি জানিয়েছেন, ছোটবেলায় বাড়ির ল্যান্ডলাইন থেকে পরমকে ফোন করতেন তিনি। তখন অভিনেত্রী তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন। শিশুসুলভ সারল্যে অভিনেতা পরমকে জানিয়েছিলেন তাঁর ভাল লাগার কথা। কিন্তু মানালির সঙ্গে কথা না বলেই সেই সময় ফোন কেটে দিয়েছিলেন ব্যস্ত অভিনেতা পরমব্রত।
অভিনেত্রী মানালির সঙ্গে ‘দাদাগিরি’-তে খেলতে এসেছিলেন স্বয়ং পরমব্রত, ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী। তাঁর এই গল্প শুনে হেসে উঠেছিলেন মঞ্চে উপস্থিত অতিথি থেকে শুরু করে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত। তবে ছোটবেলায় পরমব্রতকে ‘ক্রাশ’ ভাবলেও বড় হওয়ার পর তাঁকে কিন্তু ‘দাদা’ বলেছেন অভিনেত্রী। ‘দাদাগিরি’-র মঞ্চেই সেই ছোটবেলার কথা জানান মানালি।