সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়মিত আলোচিত হন অভিনেত্রী নুসরত জাহান। তবে এটাই নতুন নয়, অতীতেও তাকে একাধিকবার সমালোচিত হতে হয়েছে নেটিজেনদের কাছে। প্রসঙ্গত পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন নুসরত। এরপর বিভিন্ন পার্টি থেকে শুরু করে ইভেন্টে তাঁদেরকে একসঙ্গে দেখা যেত। যা নিয়ে নেটিজেনরা মনে করতে শুরু করেন নুসরত এবং রাজের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক আছে।
তবে নুসরত কিন্তু পরিষ্কার জানিয়ে দেন এগুলো আসলেই গুজব। কারণ ইন্ডাস্ট্রিতে রাজের হাত ধরে আসার পরে রাজই হয়ে ওঠেন তাঁর মেন্টর, ফলে রাজকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। পাশাপাশি অভিনেত্রী আরো জানান যে, রাজকে তিনি মাঝেমধ্যেই ড্যাডি বলে ডাকতেন কারণ তিনি যখন ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতেন না তখন রাজই তার খেয়াল রাখতেন সবের।
বিভিন্ন ইভেন্টে কেন তাঁদেরকে একসঙ্গে দেখা যেত সেই প্রসঙ্গে নুসরত জানিয়েছিলেন তিনি এক সময় কাউকে চিনতেন না টলিউড ইন্ডাস্ট্রিতে। সেই কারণেই সব জায়গায় তিনি রাজের পাশাপাশি থাকতেন।
বলাই বাহুল্য পুরোনো বিতর্কের কারণে আরও একবার তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন। তবে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মুখ খোলেননি পরিচালক রাজ।