সদ্য মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বেশ অনেকদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে অক্টোবরে কাজে ফিরতে চলেছেন নুসরত। পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’তে ‘রাকা’ চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রথম দিনের শ্যুটিং হবে রাজারহাটে।
পরিচালক সুদেষ্ণা জানিয়েছেন, নুসরতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলেন তিনি। সদ্য তাঁর ছেলে হয়েছে তাই ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিক ভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। কিন্তু তাঁকে সামনাসামনি দেখে অবাক হয়েছেন তিনি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই আছেন নুসরত। পরিচালকের আরও জানান যে, ঠিক দশভূজার মতোই একসঙ্গে ছেলে, নিজের পেশা, সংসার সব সামলাচ্ছেন নুসরত।
এই নতুন ছবিকে ঘিরে আরও একটি চমক আছে। নুসরতের বিপরীতে এবার অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। সোহম-নুসরত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে পর্দা ভাগ করে নিলেও এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সুদেষ্ণা-অভিজিতের ছবিতে। এবার দেখার যে দর্শকের কেমন লাগে এই জুটি।