• Sun. Sep 8th, 2024

বিস্ফোরক যশ-নুসরত!

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের প্রেমের কাহিনি কেমন তা জানতে তাঁদের অনুরাগীরা অনেক দিন অপেক্ষা করেছেন ঠিকই তবে এ বার সেই অপেক্ষার অবসান ঘটলো। তাঁরা দুজনে বলছেন, সিনেমাকেও নাকি হার মানাবে তাঁদের প্রেমকথা। বছরশেষ হতে না হতেই বিস্ফোরক এই দম্পতি। তাঁরা জানিয়েছেন, কে প্রথম কাছে এসেছেন একে অপরের?

নুসরতের প্রশ্নের মুখে আবার যশ। তাঁদের ভালোবাসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন যশ একটুও অপ্রস্তুত না হয়ে। তিনি জানিয়েছেন, তিনি আর নুসরত নাকি পালিয়ে গিয়েছিলেন। নুসরত হাসতে হাসতে আবার বলে বসলেন যশই নাকি বলেছিলেন তাঁকে পালাতে। তবে শুধু এই না, তাঁরা আরও অনেক কিছু মন্তব্য করেছেন তাঁদের প্রেম সম্পর্কে।

যখন নুসরত যশের কাছে আদুরে আবদার করে বলেন তাঁদের ব্যাপারে কিছু ভাল ভাল কথাও বলতে তিনি কটাক্ষের সুরে সপাটে জবাব দিয়ে জানান যে তাঁদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, তিনি কী করে ভাল বলবেন। এ সব ছাড়াও যেটা সকল অনুরাগীর মন জয় করে নিয়েছে তা হল অভিনেত্রীর গলায় ‘আমি তোমায় ভালবেসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2