সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর ‘জয়কালী কলকাত্তেওয়ালি’ ছবির শুটিং শেষ হয়েছে বেশ কিছু দিন হল। সেই ছবিতেই প্রথমবার একসাথে কাজ করেন অভিনেত্রী নুসরত জাহান এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। এই ছবির হাত ধরেই প্রথম আলাপ দুই নায়িকার।
ইন্ডাস্ট্রিতে একজনের বয়স ১০ বছর আর অন্যজনের এখনও এক পেরোয়নি। কিন্তু সুস্মিতার কাছে নুসরত ইতিমধ্যেই ‘নুসরতদি’ হয়ে উঠেছে। একসাথে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান যে, নুসরতদিকে গিয়ে সে যখন ‘হাই’ বলে তখনই তাঁকে জড়িয়ে ধরে নুসরতদি। সে নুসরতের বোনের থেকেও ছোট তাই ছোট বোনের মতোই। তবে তাঁরা বয়সে একে অন্যের থেকে ছোট হলেও এখন তাঁরা খুব ভালো বন্ধু।
ঈশানের জন্মের কিছু দিনের মধ্যেই শ্যুটে ফেরেন নুসরত। কাজ শুরু করেছিলেন এই ছবি দিয়েই। এই শুটিংয়ের মাঝেই গল্প জুড়তেন বন্ধু সুস্মিতার সঙ্গে। গল্প হতো নুসরতের ছেলে ঈশানকে নিয়ে, নুসরত তাঁর ছেলের ছবি, ভিডিয়ো দেখাতো সুস্মিতাকে।