• Sat. Oct 12th, 2024

কেক কেটে দীর্ঘ দিন পরে শুটে ফিরলেন নুসরত

নতুন ছবিতে হাত দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এতদিন তিনি কোনো ছবি করেননি, সোমবার ছবির কাজে ফের ক্যামেরার মুখোমুখি হলেন তিনি। আর এমন দিনে উদযাপন হবেনা তা কি হয়! সে কথা মনে ছিল তাঁর রূপসজ্জা শিল্পীদের। ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ-র আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে এসেছিলেন নুসরত। সেখানেই মেকআপ ভ্যানে তাঁর জন্য ছিল এক চমক।

তিনি এসে রূপটান-গাড়িতে পা রাখতেই সবাই উপহার দেন একটি কেক। রূপসজ্জা শিল্পীরা হাসিমুখে অপেক্ষা করছিলেন তাঁরই জন্য। নুসরতও বেশ খুশি। কেক কেটে আগে নিজেই তাতে কামড় বসান অভিনেত্রী। তার পর ভাগ করে দেন সেখানে উপস্থিত সবাইকে।

নুসরত অভিনীত চরিত্র সম্বন্ধে পরিচালক জানিয়েছেন, ‘রাকা’ তথাকথিত নায়িকাসুলভ চরিত্র একদমই নয়। ছবিতে তিনি এই প্রজন্মের প্রতিনিধি। রাকা একা থাকে। সে নাচ শিখিয়ে উপার্জন করে। ছবির নায়ক সোহমকে ঠিক পথের দিশা দেখায় সে। এর জন্য তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে এ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2