আজ গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে সক্কালবেলাতে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলি। তিনি নেটমাধ্যমে গণেশ মূর্তির একটি ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ হোক। সুস্থ থাকুন। গণপতি বাপা মোরিয়া।’ ছবিটি পোস্ট করা মাত্রই মীরের দিকে ধেয়ে আসে অসংখ্য কটাক্ষ। তাদের মতে, ইসলাম ধর্মাবলম্বী হয়ে কেন গণেশ পুজোর শুভেচ্ছা জানাচ্ছেন মীর?
মীরের পোস্টের মন্তব্য বাক্স কিছু মুহূর্তের মধ্যে ভরে যায় অশালীন মন্তব্যে। অনেকেই বলছেন তিনি মুসলিমের সন্তান হয়ে কিভাবে এ কাজ করলেন তিনি। কেউ বলেছেন তিনি শুধু ধর্মীয় কাজের ভিতর না গেলে কোনো সমস্যা নেই, শুভেচ্ছা বার্তা অবধি সব ঠিক আছে। এ ভাবে অনেকেই মীরকে সাম্প্রদায়িকতার দিক দিয়ে নানান মন্তব্য করেন।
এদিকে মীরের অনেক অনুরাগী আবার তাঁর সমর্থনে কথা বলেছেন। তিনি সব সময় যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন, তার প্রশংসা করেছেন বহু অনুরাগীরা।