আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টি। তাই আজ ভরা বর্ষায় অভিনেত্রী মধুমিতা সরকার নেমে পড়লেন সুইমিং পুলে। তাঁর জলকেলির কিছু মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে সবার সাথে ভাগ করে নিলেন।
সবুজ রঙের একটি অ্যাসিমেট্রিক গাউন পরে পুলে নেমে পড়লেন অভিনেত্রী। ক্যামেরার সামনে মুখের অজস্র অভিব্যক্তি করে যাচ্ছেন অভিনেত্রী। তাঁর চোখ মুখ জুড়ে লাস্যময়ী চাহনি। বৃষ্টির সঙ্গে তালে তাল মিলিয়ে অবিরত ভিজে চলেছেন তিনি। জল নিয়ে আনন্দে খেলা করছেন মধুমিতা। স্বচ্ছ নীল জলে সবুজ পোশাকে তাঁকে যেন ‘জলপরী’ লাগছে। কয়েক মুহূর্তের এই ভিডিয়ো ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছেন, ‘বৃষ্টি এবং সুইমিং পুল। কেমন হয় ব্যাপারটা?’
মধুমিতার এই জলকেলির ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত তাঁর সব অনুরাগীরা। অভিনেত্রীকে খোলামেলা পোশাকে দেখে মন্তব্য বাক্সে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁরা।