‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আরও একবার তাঁদের একসঙ্গে দেখা যাবে। বহু প্রতিক্ষিত এই ছবির প্রচারের সম্প্রতি খুব ব্যস্ত ক্যাটরিনা কাইফ। সেই জন্য একটি সাদা গাউনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। তাঁর পরনে সাদা গাউন তবে সেটি একটু অন্য ধরনের। সেই ছবি রবিবার আপলোড করে হ্যাশট্যাগে লিখেছেন ‘সূর্যবংশী’।
সেখানে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা কমেন্ট করেছে। ‘জ়িরো’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী অনুষ্কা শর্মা থেকে শুরু করে অভিনেতা রণবীর সিং সবাই কমেন্ট করেছেন। সহ-কর্মী তারকাদের পাশাপাশি ক্যাটরিনার ভক্তরাও কমেন্ট করেছেন সেই ছবিতে। তারা লিখেছে যে তারা এক্ষুনি কোনো একজন পরীকে দেখলেন।