শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই চর্চায় টিনসেল টাউন। বান্দ্রায় মন্নতের সামনে ভিড়টাও এখন যেন একটু বেড়েছে খানিক। আর শাহরুখ-পুত্র আরিয়ান এখন মন্নতের জমকালো জীবন ছেড়ে রাত কাটাচ্ছেন মুম্বইয়ের আর্থার রোড অন্ধকার জেলে। সেখানে তাঁর পরিচয় আরিয়ান খান নয় সেখানে তিনি বিচারাধীন বন্দী।
এনসিবি ঘনিষ্ঠ সূত্রে খবর অলাভজনক সংস্থার তত্ত্বাবধানেই জেলের ভিতরে নিয়মিত কাউন্সেলিং করানো হচ্ছে আরিয়ান খানকে। তিনি নাকি ইতিমধ্যেই এনসিবি কর্মকর্তাদের কাছে ভাল মানুষ হয়ে ওঠার প্রতিজ্ঞাও করেছেন, এমনটাও খবর। পাশাপাশি অর্থনৈতিক ভাবে অসচ্ছলদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ হয়েছেন আরিয়ান খান।
তিনি যেহেতু বলি তারকা শাহরুখ খানের পুত্র তাই নিরাপত্তার ব্যাপারটিও মাথায় রাখা হচ্ছে এনসিবিকে। ইতিমধ্যেই আরিয়ানকে পৃথক সেলে রাখা হয়েছে। তবে জেলের পরিবেশে খাপ খাওয়াতে নাকি বেশ অসুবিধে হচ্ছে তাঁর। এদিকে জেলের খাবারেও অরুচি ধরেছে আর সে কারণেই তাঁর শরীর ও স্বাস্থ্যের দিকেও কড়া নজর রাখছে জেল কর্তৃপক্ষ।