বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয়। মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন লেখালেখি নেটাগরিকদের নজর কাড়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে কার্তিক তাঁর একটি ছবি দিয়ে এক বার্তা লিখেছেন। একটি অস্পষ্ট নিজস্বীতে অভিনেতাকে একটি সাদা পোশাক এবং মুখে একটি গোলাপি রঙের মাস্ক পরে থাকতে দেখা যায়। তাঁর অনুগামীদের অতিমারির সময়ে সতর্ক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি গোলাপিকে মাস্কের ‘জাতীয়’ রঙের তকমাও দিয়েছেন।
অভিনেতা লিখেছেন যে গোলাপিকে আমাদের মাস্কের জাতীয় রং করা হোক। বলাই বাহুল্য, বলি অভিনেতার এই পোস্ট খুব কম সময়েই বিপুল জনপ্রিয় হয়েছে। গোলাপিকে প্রাধান্য দিয়ে লিঙ্গ বৈষম্যকে ভাঙার উদ্যোগ নেওয়ার জন্য বহু নেটাগরিক সাধুবাদ জানান কার্তিককে।
কারণ গোলাপিকে ‘মেয়েদের রং’ বলে মনে করেন একাংশের মানুষজন। সেদিক থেকে দেখলে পুরুষ হয়ে গোলাপি রঙের পক্ষে সওয়াল করে কার্তিক লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেই তাঁর অবস্থানের বার্তা দিয়েছেন বলে মনে করছে অনেকে। কার্তিকের এই আর্জি সমর্থন করেন সহকর্মী এবং বন্ধু অভিনেত্রী ভূমি পেডনেকরও।