একে একে বলিউডের সব তারকারা বিয়ে করছেন। কিন্তু অভিনেত্রী কঙ্গনা রানাউত সেই অবিবাহিতই রয়ে গেলেন, কিন্তু কেন? এ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা রানাউত এমন এক উত্তর দেন, তাতে ফের চক্ষু চড়কগাছ ভক্তদের।
এ মাসে মুক্তি পাচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং অভিনেতা অর্জুন রামপাল অভিনীত ছবি ‘ধাকড়’। সেই ছবির প্রচার নিয়ে তাঁরা আপাতত ভীষণ ব্যস্ত। কিন্তু বিতর্ক যে সব সময় কঙ্গনার সঙ্গী। নিজের সঞ্চালনায় রিয়্যালিটি শো ‘লক আপ’ শেষ হতেই প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন একের পর এক। আর সেই পথেই ফাঁস করেছেন, কেন তিনি এখনও বিয়ে করেননি? নতুন ছবি ‘ধাকড়’ নিয়ে এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন যে, তাঁর নামে প্রতিনিয়ত যে গুজব রটে সেই কারণেই সব ছেলেরা ভয়ে পিছু হটে যায়।
বাস্তব জীবনেও কি তাহলে অভিনেত্রী এতটাই কুখ্যাত? এই প্রশ্ন করাতে তিনি হেসে বলেছেন, সংবাদমাধ্যম যা সব গুজব রটায় তাঁর নামে, তাতে এ-ও শুনেছেন তিনি নাকি ছেলেদের ধরে মারেন! আর সেই কারণেই কেউ ধারের কাছে ঘেঁষে না তাঁর। তাই এখনও তিনি অবিবাহিত।