‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই ছবির পরিচালক সুকুমা এবং মূল চরিত্রে অল্লু অর্জুন ব্যপক সাড়া ফেলে দিয়েছেন গোটা ভারতে। আর খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে মালয়লাম ছবির এই মুহূর্তের বহুল চর্চিত অভিনেতা ফহাদ ফাসিল। কিন্তু এখন জানা যাচ্ছে ফহাদ ফাসিল অভিনীত সেই চরিত্রটি যিশু সেনগুপ্তের করার কথা ছিল!
অভিনেতা যিশু সেনগুপ্ত জানান যে, এই ছবিতে ফহাদের চরিত্রটির জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছিল প্রথম দিকে। কিন্তু করোনার কারণে এই ছবিতে অভিনয় করা হয়নি যিশুর। কোভিডের দু’টি ঢেউ স্তিমিত হয়ে যাওয়ার পরেও যিশুর সঙ্গে কথাবার্তা চলে পরিচালক সুকুমারের। কিন্তু কোনও ভাবেই সময় দিতে পারেননি যিশু। আর তাই করা হয়ে ওঠেনি ‘পুষ্পা’র খলনায়কের চরিত্র।
তবে এর জন্য কি আফশোস হয় যিশুর? অভিনেতা বলেন যে, প্রথমে তাঁর খারাপ লেগেছিল কারণ অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি হাতছাড়া করলেন। কিন্তু কোনও আক্ষেপ তাঁর নেই। কারণ তার পরেই তিনি চিরঞ্জিবীর সঙ্গে ‘আচার্য’ ছবিতে অভিনয় করে ফেলেন। ‘বাবা বেবি ও’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে এই ছবিটি।