সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী অনুরোধ করে বলছেন ‘১০.১০.২০২১’ এই তারিখটিকে মনে রেখে দিতে দর্শকদের। এই অনুরোধ কেন? মিমি নিজে যখন এই অনুরোধ করছেন, তার তো নিশ্চয়ই কোনও বিশেষ কারণ থাকবে। এদিকে শুধু মিমি একা নন। এই অনুরোধ করছেন অভিনেতা জিৎও। আসলে আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি ‘বাজি’। সেই মুক্তির দিন ঘোষণা করে দর্শকের কাছে এই বিশেষ অনুরোধ করলেন দুই তারকা। গণেশ চতুর্থীর দিনই এ ছবির মুক্তির দিন ঘোষণা করে ছিলেন জিৎ। এ বার মিমি করলেন সেই অনুরোধ। অভিনেত্রী মিমি রবিবার ইনস্টাগ্রামে জিতের সঙ্গে একটা ছোট্ট ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তাঁকে বলতে দেখা যায়, ‘নিজের যত্ন নিন। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। স্টে টিউনড।’ আর অন্যদিকে জিৎ বলেন, ‘সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখুন।’ অর্থাৎ এই অবস্থায় হল খুললেও প্রত্যেককেই নিয়ম বিধি মেনে সিনেমা দেখার কথা বলছেন জিৎ-মিমি। |