• Fri. Dec 6th, 2024

আসছে ইন্দ্রনীলের গলায় আবার রবীন্দ্রসঙ্গীত!

রাজনীতিরতে নামার আগে থেকেই তিনি গায়ক হিসেবে পরিচিত ছিলেন। তবে গায়ক ছাড়াও তাঁর বর্তমান পরিচয় তিনি মন্ত্রী, বিধায়ক। যার কথা বলা হচ্ছে তিনি ইন্দ্রনীল সেন। তাঁকে এক অনুরাগী প্রশ্ন করেন যে, তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের অ্যালবাম আবার কবে পাওয়া যাবে? সেই প্রশ্নের কি উত্তর দিলেন ইন্দ্রনীল?

তিনি জানিয়েছেন যে, রবীন্দ্রসঙ্গীত গুলি পুরোপুরি অ্যালবামের আকারে বেরোবে না। কিন্তু তিনি জানান ইতিমধ্যেই সাত-আটটি গান রেকর্ড করে ফেলেছেন তিনি। সেই গানগুলি একে একে ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ইউটিউব চ্যানেলটি ইন্দ্রনীলের নিজস্ব চ্যানেল।

তিনি এখন ব্যস্ত মন্ত্রী তাও তিনি সেই ব্যস্ততার মধ্যেও গান গেয়ে মাঝেমধ্যেই সেই চ্যানেলে পোস্ট করেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষেও অনুরাগীদের একটি গান উপহার দিয়েছিলেন তিনি। ইন্দ্রনীল নিজেই জানিয়েছেন, অবসরে গানই তাঁর একমাত্র সঙ্গী। তাঁর বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথটুকুও গানে ডুবে থাকেন ইন্দ্রনীল। তবে এবার অনুরাগীদের আবদার মতোই আবার রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে ইন্দ্রনীলের গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2