• Sat. Sep 23rd, 2023

লক্ষীপুজো কাটিয়ে কাশ্মীরে গেলেন যশ-এনা!

মঙ্গলবার ধুমধাম করে লক্ষ্মীপুজো সেরে গভীর রাতেই রওনা দিয়েছেন কাশ্মীরের উদ্দেশ্যে অভিনেত্রী এনা সাহা। তাঁর সঙ্গে যাচ্ছেন অভিনেতা যশ দাশগুপ্ত। উৎসবের আবহে এনার সঙ্গে কাশ্মীরে যশ! তাও আবার ছেলে ঈশান, বউ নুসরত জাহানকে ছেড়ে! কিন্তু কেন?

এ প্রসঙ্গে খোলসা করলেন এনা এবং তিনি জানালেন, আগামী ছবি ‘চিনে বাদাম’-এর একটি গানের কাজ বাকি তাই সে জন্যই তাঁরা কাশ্মীর যাচ্ছেন। শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘চিনে বাদাম’-এর প্রযোজক এনা পাশাপাশি তিনিই যশের নায়িকা। এর আগে অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’য় এনা ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন যশের সঙ্গে।

এনা জানান যে, দু’দিন কাশ্মীর ঘুরে দেখবেন তাঁরা। গানের দৃশ্য ক্যামেরাবন্দি করার উপযুক্ত জায়গা খুঁজবেন আর তারপর হবে শ্যুট। ছবির গান ছাড়াও ক্যামেরাবন্দি হবে মিউজিক ভিডিয়োর গানও। এনার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট শীঘ্রই একটি গানের ভিডিয়ো আনতে চলেছে। সেই গানও নাকি শ্যুট হবে কাশ্মীরেই। তাই এক যাত্রায় দুই কাজ সেরে ফেলছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2