পরিচালক রাজর্ষি দে-র ‘মায়া’-র শ্যুট শেষ হতেই একসঙ্গে অবসর পেলেন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার। দেবলীনা কুমারের সোশ্যাল মিডিয়া বলছে তারকা দম্পতি এখন গোয়াতে। পোস্টে স্পষ্ট জানিয়েছেন, ‘দু’টিতে ছুটিতে! বিয়ের আট মাস পরে মধুচন্দ্রিমার অবকাশ মিলল’। তিনি আবার মজা করে এই মধুচন্দ্রিমার নাম দিয়েছেন, ‘হাফ ইয়ার্লি হনিমুন’!
এই অতিমারির কারণে দেশের বাইরে কোথাও যাওয়া নিষিদ্ধ। তাই গোয়াই আপাতত তাঁদের পছন্দের জায়গা। ইতিমধ্যেই সেখানে চার দিনের ‘মিনি হনিমুন’-এ ব্যস্ত নীল-তৃণা। মনে হচ্ছে যেন গৌরব-দেবলীনা দল ভারী করলেন।
অভিনেত্রী দেবলীনার পোস্ট করা দুটো ছবি আরও বলছে, তিনি সেখানকার অভিজাত একটি রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে আছেন। পরনে কালো ছোট টপ, সাদা হাই ওয়েস্ট প্যান্ট আর চোখে একটি রোদচশা। ছবিতে গৌরবকে দেখা যাচ্ছে না। সম্ভবত তিনিই ছবি তুলেছেন। সব মিলিয়ে গোয়া এখন টলিপাড়ার জুটিদের মধুচন্দ্রিমার আসল কেন্দ্র হয়ে উঠেছে।