রুক্মিণী মৈত্রর বলিউড ডেবিউ ‘সনক’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের ভাল লেগেছে। অন্যদিকে দেবের পুজোয় মুক্তি পাওয়া ‘গোলন্দাজ’ও দর্শকের খুব ভাল লেগেছে। দুজনেই এই সাফল্য তাঁরা সেলিব্রেট করতে বেড়াতে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অরোরা বোরিয়ালিস দেখার মুগ্ধতা ভাগ করে নিয়েছেন তাঁরা দুজনে।

এই আলোকচ্ছটা মূলত উত্তর মেরুতে লক্ষ্য করা যায়। খালি চোখে তা দেখা যায় কেবলমাত্র উত্তর মেরুতে। ছুটি কাটাতে সেখানেই পৌঁছে গিয়েছেন দেব এবং রুক্মিণী। দুজনেরই মনে হয়েছে এ দৃশ্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তাঁদের মনে। অসামান্য অভিজ্ঞতা হয়ে থেকে যাবে আজীবন।
দেব-রুক্মিণী জুটির পরের ছবি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। ২০২০ থেকে পিছিয়ে ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা আপাতত ঠিক হয়েছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। জানা যাচ্ছে যে এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব হবে।