পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর পর পর তিনটি ছবি ‘গোলিয়োঁ কি রাস লীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, এই সবকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন এই জনপ্রিয় জুটি এই তিন ছবিকেই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সেই মতো সঞ্জয়ের পরের ছবি ‘বৈজু বাওরা’-তেও এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে বলে জানা গিয়েছিল। ছবি মুক্তির জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরাও। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার আগেই বদলে গেল সম্পূর্ণ চিত্রটি। জানা যাচ্ছে, ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী দীপিকাকে। কিন্তু বাদ পড়ার কারণ কী?
সূ্ত্রের খবর, দীপিকাকে এই ছবি থেকে বাদ দেওয়ার কারণ তিনি তাঁর স্বামী রণবীরের সমান পারিশ্রমিক চেয়েছেন। তিনি নাকি দাবি করেছেন, রণবীরের পারিশ্রমিকের থেকে এক টাকাও বেশি নয়, এক টাকা কমও নয়, একেবারে সমান টাকা নিতে চান তিনি।
অভিনেত্রী দীপিকা এর আগেও বহু সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে নারীর অধিকার, পুরুষের সমান পারিশ্রমিক চাওয়ার প্রয়োজনীয়তা এসব কিছু নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই তারকাই আজ নাকি পিতৃতন্ত্রের শিকার হলেন বলে জানা যাচ্ছে।