টলিপাড়ায় আবার ভাঙন? এবার শোনা যাচ্ছে, সৃজলার জীবনে রোহন ভট্টাচার্য নাকি ‘অতীত’! ধারাবাহিক ‘মন ফাগুন’-এ এক টানা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে সৃজলা প্রেমে পড়েছেন শনের, এমনটাই জানা যাচ্ছে। তবে কি রোহন-সৃজলা জুটি ভেঙে যাবে?
গতকালই সোহিনী সরকার-রণজয় বিষ্ণুর প্রেম ভাঙার খবর নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। আজ আবারও এক ভাঙনের ইঙ্গিত। স্টার জলসার পুরস্কার মঞ্চে শন-সৃজলার পারফরমেন্সে অন্য গন্ধ পেয়েছেন দর্শকেরা। আর ইদানীং পর্দাতেও তাঁদের রসায়নে যেন বাড়তি জৌলুস, তাই দর্শকদের মনে এমন বিচ্ছেদের কথা এসেছে।
অভিনেতা রোহন ভট্টাচার্য জানান যে, তাঁর নতুন ওয়েব সিরিজ ‘পাখির চোখ’ নিয়ে তিনি শরীরচর্চাতে ব্যস্ত। সৃজলাকে নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন তাঁর কানেও এসেছে এই খবরটি। তবে তিনি অবাক হননি। পাঁচ বছর আগে ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা ছিলেন তিনি এবং স্বস্তিকা দত্ত। তখনও প্রচণ্ড গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় নাকি না বুঝে অশান্তি করেছিল সৃজলা। তাই আজ অভিনেতার বক্তব্য আজ সে বুঝতে পারছে।