• Fri. Sep 20th, 2024

জি ছেড়ে এবার স্টার জলসায় বিশ্বাবসু

প্রথম তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘রাণী রাসমণি’তে। সেখানে তিনি ছিলেন ভূপালচন্দ্রের ভূমিকায়। এর পরেই তাঁকে আবার দেখা যাবে আরও একটি জনপ্রিয় ধারাবাহিকে। জি বাংলার সুবাদেই বাংলার ঘরে ঘরে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। সব পেরিয়ে এবার পালা বদলের পালা। জি ছেড়ে এবার তিনি স্টার জলসার তারকা হয়ে উঠবেন।

এবার স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে দেখা যাবে বিশ্বাবসুকে। গল্পের নতুন মোড়ে ঢুকে পড়ছেন বিশ্বাবসু। তাঁর চরিত্রের নাম যুবরাজ। ব্যস্ততার কারণে ধারাবাহিকে এক টানা কাজ করে উঠতে পারেননি বিশ্বাবসু। তিনি জানালেন যে, এর আগে স্টার জলসায় দু’টি কাজ করেছিলেন তিনি। তবে সেগুলি অতি অল্প দিনের জন্য। আবার এখানে ফিরতে পেরে তাঁর ভাল লাগছে। অভিনেতা খুব আশাবাদী ‘সাঁঝের বাতি’-র এই নতুন চমক দর্শকদের খুব পছন্দ হবে।

প্রতি সপ্তাহেই টিআরপি রেটিংয়ের দৌড়ে জোরদার লড়াই চলছে দুই চ্যানেলের। এবার বিশ্বাবসুর তুরুপের তাস হল স্টার জলসা। এবার দেখা যাক টিআরপি রেটিংয়ে কে বেশি এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2