আজ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। বহু মানুষ আজ শুভেচ্ছা জানাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়কে। তার মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। কিন্তু একজন সিনিয়রের প্রতি জুনিয়র কী ভাবে শ্রদ্ধা জানাতে পারে, তা আজ দেখিয়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভাস্বর চট্টোপাধ্যায় নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা বার্তা লেখেন। তিনি সেই বার্তায় বলেন যে, অভিনেত্রীর সাথে তাঁর প্রথম জন্মভূমি ধারাবাহিকের ফ্লোরে দেখা হয়েছিল। প্রথমদিনের সিনে তাঁকে অনেকটা স্বাভাবিক করে দিয়ে ছিলেন রূপা। তিনি নাকি ভাস্বরকে বলেন তাঁর আমি কাজ দেখে ভাল লেগেছে রূপার। তারপরই ভাস্বরের সব ভয় কেটে গিয়েছিল।
তারপর আরও নানান অভিজ্ঞতার কথা সেই পোস্টে শেয়ার করেন তিনি। আর ভাস্বর এও বলেন তিনি কোন পলিটিক্যাল পার্টির তা ভাস্বর জানেন না তবে তিনি যে একজন তুখোড় অভিনেত্রী, এটাই শেষ কথা অভিনেতার ভাস্বরের কাছে। আর তাই আজকের দিনটায় তিনি সিনিয়র অভিনেত্রীকে তাঁর জন্মদিনে এই ছোট্ট উপহার সোশ্যাল মিডিয়ায় উপহার দিলেন।