দীর্ঘ ছয় বছরের বিবাহ সম্পর্কের ইতি টানলেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় গায়ক অনুপম তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন এক বিবৃতির মাধ্যমে। সেই বিবৃতিতে স্পষ্ট যৌথ ভাবেই নেওয়া হয়েছে এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত।
অনুপম তাঁর বিবৃতিতে লেখেন, সে ও পিয়া দুজনে মিলে তাঁদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা স্বাধীন ভাবে বন্ধু হিসেবে থাকবেন। জানা যাচ্ছে ব্যক্তি হিসেবে মতপার্থক্যর কারণে, তাঁরা ভেবেছেন স্বামী-স্ত্রী হিসেবে তাঁদের ভিন্ন হয়ে যাওয়াই মঙ্গল তাঁদের জন্য। আগেও যেমন ভাল বন্ধু ছিলেন তাঁরা তেমনই থাকবেন জানিয়েছেন গায়ক।
অনুপম ধন্যবাদ জানিয়েছেন এই পথ চলায় যে বা যারা তাঁদের পাশে ছিলেন তাঁদের সবাইকে। তিনি বলেছেন, তাঁরা অনুরোধ করবেন সবাইকে গোটা বিষয়টি সহানুভূতির সঙ্গে লালন করে এই পরিবর্তনকে তাঁদেরও গোপনীয়তা ও সম্মানের সঙ্গে অনুধাবন করতে। তবে পিয়ার তরফে এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোনও বিবৃতি এখনও আসেনি।