ফেলে আসা ১০ বছর আগের কথা শেয়ার করলেন টলিউড অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর চোখের সামনে ভেসে আসে অনেক স্মৃতি আর এই স্মৃতি যে কোনওদিনও মোছার নয় তা তিনি জানেন। মায়ের জায়গা কি কেউ নিতে পারে? উত্তরটা, পারে না।
আজ থেকে ঠিক দশ বছর আগে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় তাঁর মাকে হারিয়েছিলেন। সেই থেকে প্রতিটা মুহূর্ত মাকে মিস করে চলেন তিনি। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অনিন্দ্য। মাকে নিয়ে লেখা একটি পোস্ট। যে পোস্টে মায়েরা যে জিনিস গুলি করে তাই লেখা এবং সেই লেখায় তিনি ফিরে গেলেন সেই সময়।
কয়েক মাস আগে বাইপাসে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অনিন্দ্য। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর শরীরের নিচের অংশের ট্যিসু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জন্য কিছুদিন শুটিং করতে পারবেন না অভিনেতা। কিছু মানুষকে পাশেও পেয়েছেন এই বিপদের সময় আর তাই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।