‘পিঙ্ক’ ছবিতে নারী সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে সংলাপ বলেছিলেন অমিতাভ বচ্চন। সেই সংলাপে দমদার হলেও তা বিশ্ব রেকর্ড গড়েনি। কিন্ত ‘চেহরে’ ছবিতে তৈরি হল সেই বিশ্ব রেকর্ড। তবে কী সেই রেকর্ড?
২৭ অগস্ট, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘চেহরে’ ছবি। করোনার দ্বিতীয় ওয়েব চলে যাওয়ার পর হল খুলেছে বেশ কিছু প্রেক্ষাগৃহ। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘বেল বটম’ ছবিটি এবং এই সপ্তাহে মুক্তি পেল ‘চেহরে’। রুমি জাফরি পরিচালিত এই ছবির ক্লাইম্যাক্সে অমিতাভের একটি আট মিনিটের মোনোলগে রয়েছে। নারীর উপর হিংসা নিয়ে একটানা আট মিনিট বলেন বিগবি। তারপরই নাকি জোরদার হয়েছে ছবির প্লট।
এই ঘটনায় অবিভূত ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত। তিনি জানান যে, কোনও অভিনেতাই নাকি এর আগে কোনও বিষয়ে এত বড় মোনোলগ বলেননি। এটা বিগবিরই আইডিয়া ছিল। মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গেলে যে এরকম একটি ডিবেটের প্রয়োজন, সেটা তিনি আগেই বুঝেছিলেন।