ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ে হতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনানা কাইফের। বিয়ের প্রস্তুতির নানান সব খবর ভেসে বেড়াচ্ছে বলিউডের অন্দরে। যদিও ভিকি এবং ক্যাটরিনার তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো বিবৃতি আসেনি। তবে জানা যাচ্ছে এ সবই নাকি গুজব! ভিকি-ক্যাটরিনার বিয়ে নাকি এখন হচ্ছে না! বিষয়টা হল যে ভিকির তুতো বোন উপাসনা ভোরা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে ভিকি এবং ক্যাটরিনার বিয়ে সংক্রান্ত যে সব খবর হচ্ছে, তা নাকি সবই ভুয়ো আর গসিপ। তবে কি এই দুই তারকার বিয়ে এখন হচ্ছে না? উপাসনা এও জানান যে, বিয়ের দিন আর বিয়ের প্রস্তুতি সংক্রান্ত্র যে সব খবর ছড়াচ্ছে তা সবই মিডিয়ার গসিপ। এই বিয়ে হচ্ছে না। যদি সত্যি কিছু এমন হয়, তবে তিনি জানালেন যে তাঁরা নিজেরাই তা ঘোষণা করবেন। তিনি সদ্য তাঁর ভাই ভিকি কৌশলের সঙ্গে কথা বলেছেন। তাঁর থেকে জানা গেছে এমন কিছুই হচ্ছে না এখন। স্পষ্ট জানা গেল এই বিয়ে এখন হচ্ছে না। |