জন্মদিন সবার কাছেই খুব স্পেশ্যাল হয়। এ ক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী সুস্মিতা সেনও। আজ তাঁর ৪৬তম জন্মদিন। জন্মদিনের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন। যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। তিনি এও বলেছেন যে আজ তাঁর পুনর্জন্ম হল। কিন্তু হঠাৎ পুনর্জন্ম?
মনে হওয়ার কারণ হিসেবে সুস্মিতা বলেন, আরিয়া ২ শেষ করার পর ১৬ নভেম্বর একটা সার্জারি হয়েছে তাঁর। সেটা সফলও হয়েছে। প্রতিটা দিন এখন তাঁর কাছে সুন্দর। সকলের ভালবাসার শক্তি তিনি অনুভব করতে পারছেন। ৪৬তম জন্মদিন তাঁর স্বাস্থ্যকর নতুনের সূচনা করে দিয়েছে। তাঁর মতে জীবনে বেঁচে থাকাই সবথেকে বড় উপহার।
অন্যদিকে সুস্মিতার বড় মেয়ে রেনে ইতিমধ্যেই তাঁর মায়ের পেশা বেছে নিয়েছেন। মায়ের মতোই অভিনয় শুরু করে দিয়েছেন তিনি। সুস্মিতা সব দিক থেকে আগলে রেখেছেন তাঁকে। তিনি যে সুস্মিতার দত্তক কন্যা, এ কথাও রেনের কাছে অজানা নয়।