বহুদিন যাবৎ পরিচালক রোহিত শেট্টির কাছ থেকে কোনো ছবি আসেনি। তবে এত দিন ছবি পরিচালনা করলেও এবার রোহিত তৈরি করতে চলেছেন একটি দুর্দান্ত ওয়েব সিরিজ। সেই সিরিজে তাঁর সঙ্গে নাকি কাজ করবেন সিদ্ধার্থ মালহোত্রা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একটি জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্মে স্ট্রিম হবে রোহিতের বানানো ওয়েব সিরিজটি।
পুলিশদের নিয়ে ছবি তৈরি করতে পছন্দ করেন রোহিত। তাই কপ ইউনিভার্সের জন্য ৪টি ছবি তৈরি করেছেন রোহিত। ছবিতে থাকে আলাদারকমের ফাইট সিকোয়েন্স। যেটা দর্শক খুব পছন্দ করে। সেই দর্শকের জন্যই পুলিশ গল্প নির্ভর ওয়েব সিরিজ তৈরি করছেন এবার রোহিত শেট্টি।
জানা যাচ্ছে, অনেকদিন ধরেই এই ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা চালাচ্ছিলেন রোহিত এবং সিদ্ধার্থ দুজনেই। শেষমেশ কাজটা ফাইনাল হচ্ছে। তবে সিরিজের পরিচালনা করছেন না রোহিত। এবার তিনি প্রযোজকের আসনে থাকছেন। পরিচালনা করছেন নবাগত পরিচালক সুশান্ত প্রকাশ।