পর্ণ কাণ্ডে জড়িত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নামে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আর তারই একটি অংশে শিল্পার নিজের একটি বয়ান লেখা আছে। জানা গিয়েছে, এই মামলায় শিল্পার নাম অন্তর্ভুক্ত সাক্ষী হিসেবে। রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে সেই চার্জশিটেই।
সেই চার্জশিটে, শিল্পা মুম্বই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য ছিল না। পুলিশ সূত্রের খবর, পর্ন বানিয়ে এই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ কুন্দ্রা। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল তার জায়গায়।
চার্জশিটে শিল্পা জানান, কাজের চাপে এমনই ব্যস্ত ছিলেন যে তাঁর স্বামী রাজ কী করছে সে সব খবর রাখতেন না তিনি। শিল্পা ছাড়া রাজের আরও কয়েক জন কর্মী তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছেন মুম্বাই পুলিশের কাছে।