এবার বিগ বস ওটিটির চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শমিতা শেট্টি। তাঁর দিদি অভিনেত্রী শিল্পা শেট্টি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সকলকে অনুরোধও করেছেন তাঁর বোনকে ভোট দেওয়ার জন্য।
শিল্পা তাঁর পোস্টে জানান যে তিনি খুবই গর্বিত কারণ শমিতা টপ ফাইভে গিয়েছে। বিগ বসের বাড়িতে তাঁর জার্নি, সততা ও আভিজাত্য দেখে তিনি সত্যিই অভিভূত। তাই তাঁর কাছে শমিতাই বিজয়ী। তিনি আশা রাখছেন, সকলে তাঁকে জয়ী করবেন।
সম্প্রতি বিগ বসের বাড়িতে একটি ফ্যামিলি উইক এপিসোড দেখানো হয়েছে। শমিতার মা গিয়েছিলেন মেয়ের সঙ্গে দেখা করতে এবং মেয়েকে চিয়ার করে এসেছেন তিনি। তিনিও বলেছেন, বিগ বসের বাড়িতে আভিজাত্যের সঙ্গে খেলেছেন তাঁর মেয়ে শমিতা। তিনি মেয়ের জন্য গর্বিত বোধ করেন।