সইফ আলি খানের সঙ্গে করিনা কপূর খানের বিবাহ ৯ বছর হয়ে গেল। এই মুহূর্তে তাঁদের দুই সন্তান। কিন্তু সইফ আলি খানের মা, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে বৌমা করিনার সম্পর্ক কেমন?
এক সাক্ষাৎকারে শর্মিলা তাঁর বৌমার প্রশংসা করে বলেন যে, করিনা খুবই শান্ত একজন মানুষ। কখনও চিৎকার করে না। করিনার উপস্থিতি নাকি তাঁকেও শান্ত করে দেয়। শর্মিলা খুবই রেগে যায় তাঁর শুটিং এর সময় কেউ দেড়ি করলে কিন্তু শর্মিলা জানান, করিনাকে কখনও তাঁদের উপর চিৎকার করতে দেখেননি তিনি। বাড়ির পরিচারক বা পরিচারিকাদের সঙ্গে করিনার কথা বলার ধরনে মুগ্ধ তাঁর শাশুড়ি মা।
করিনার কোন স্বভাব পছন্দ শর্মিলার? এর উত্তরে শর্মিলা জানালেন, করিনা নাকি কারও সঙ্গে নিজেকে তুলনা করেন না। কেবল নিজের কাজ করে যান। শাশুড়ি-বৌমার এই কথোপকথনের কিছু অংশ তুলে আনলেন শর্মিলা। তাঁকে করিনা মাঝে মধ্যে নাকি বলেন, ‘তুমি আমার মা।’ শর্মিলা তাঁকে উত্তর দিয়ে বলেন, ‘অবশ্যই।’