• Sat. Oct 12th, 2024

দীর্ঘ সময় পর বোন শমিতাকে কাছে পেলেন শিল্পা

পর্ন তৈরি এবং তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত জুলাই মাস থেকে হাজতবাস করছেন রাজ কুন্দ্রা। এই একটা ঝড় আচমকা ওলটপালট করে দিয়েছে তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টির জীবন। তাঁর এই কঠিন সময়ে পাশে পেয়েছিলেন তাঁর বোন শমিতা শেট্টিকে। কিন্তু কয়েক দিনের মাথায় তিনিও দূরে চলে যান শিল্পার থেকে। দূরে অর্থাৎ বিগ বসের ঘরে, কারণ এই সিজিনের তিনিও একজন প্রতিযোগী ছিলেন। গত শনিবার এই রিয়্যালিটি শো শেষ হয়েছে। বাড়ি ফিরে এসেছেন শমিতা। দীর্ঘ দিন পর বোনকে কাছে পেয়ে অনন্দে আত্মহারা শিল্পা। সেই মুহূর্তই তিনি লেন্সবন্দি করে পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। ভালবেসে বোনের গালে চুমু এঁকে দিচ্ছেন শিল্পা। ছবিগুলির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার টুনকি এসে গিয়েছে।’ বোনকে ভালবেসে এই নামেই ডাকেন শিল্পা শেট্টি।

‘বিগ বস ওটিটি’ জিততে পারেননি শমিতা শেট্টি। কিন্তু বাড়ি ফিরতেই তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দিদি শিল্পা। ‘বিগ বস’-এর বাড়ির ঘেরাটোপে থেকেও বারবার দিদির কথাই মনে পড়েছে বোন শমিতার। দিন কয়েক আগে যখন তাঁদের মা সুনন্দা শেট্টি সেখানে গিয়েছিলেন, তখনও রাজ এবং শিল্পার কথাই জানতে চেয়েছিলেন শমিতা শেট্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2