অবশেষে ২৮ দিন পর ঘরে ফিরেছে ছেলে আরিয়ান খান। খুশি শাহরুখ এবং গৌরী দুজনেই। জানা যাচ্ছে, ছেলে ঘরে ফেরার পর ছেলের জন্মদিন কাটিয়ে এবার ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ খান।
বম্বে হাই কোর্ট রায় শোনানোর পরেই প্রযোজকরা ‘পাঠান’ এবং ‘আতলি’র ছবির শ্যুটিং ফের শুরু করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ‘আতলি’ ছবির শ্যুটিং শেষ করে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’ ছবির জন্য স্পেন এবং রাশিয়ায় যাবেন শাহরুখ। আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন শাহরুখ। এই কয়েকটা দিন তিনি নিজের পরিবারের সঙ্গেই কাটাবেন।
আরিয়ানের জন্মদিন ১৩ নভেম্বর। আর তার ঠিক আগে শাহরুখ-পুত্রের জামিন হবে কি না, তা নিয়ে ধন্দে ছিল খান পরিবার। অবশেষে স্বস্তি ফিরল গত বৃহস্পতিবার, বম্বে হাই কোর্টের রায়ে। ফলে নিজের জন্মদিন, ছেলের জন্মদিন এবং দীপাবলির উৎসব এই সব কিছু নিয়ে খান বাড়িতে জোরদার উৎসবের মেজাজ।