আজ সকাল ৯টায় মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছলেন শাহরুখ খান। ছেলে আরিয়ান খানের সাথে তাঁর কথা হল ইন্টারকমে। প্রায় মিনিট পনেরো মিনিটের কথোপকথন হল জেলের ভিতরে বাবা-ছেলের। আর তারপরেই দ্রুত বেরিয়ে যান শাহরুখ খান।
তবে জানা গেছে যে ছেলে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন কি না, সে বিষয়ে জিজ্ঞেস করতেই শাহরুখ সেখানে গিয়েছিলেন। আরিয়ান জানান, জেলের খাবার তাঁর ভাল লাগছে না। শাহরুখ তখন জেল-কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কিনা। জেল-কর্তারা শাহরুখকে বলেন যে, যদি আদালত নির্দেশ দেয় তবেই খাবার পাঠানো যাবে।
করোনা পরিস্থিতির কারণে জেলের কয়েদিরা তাঁদের পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারতেন না। আর ঠিক সে কারণে দিন কয়েক আগে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেছিলেন শাহরুখ এবং গৌরী। শোনা গিয়েছে যে সেদিন নাকি মাকে দেখে কেঁদে ফেলেছিলেন আরিয়ান।