প্রিয় বন্ধুর তালিকায় ভালবাসার মানুষদেরই আমরা সব সময় রাখি। অভিনেত্রী সামান্থা আক্কিনেনির সেই তালিকায় এখন আর নেই নাগা চৈতন্য। সামান্থা-নাগার দাম্পত্য বিচ্ছেদ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে নানা মহলে। সেই আবহেই সামান্থা প্রিয় বন্ধুদের যে ভিডিয়ো করলেন, সেখানে জায়গা পেলেন না নাগা।
অভিনেত্রী বন্ধুদের সঙ্গে সাইকেল সেশনের ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন। বৃষ্টির মধ্যেও বন্ধুদের সঙ্গে সাইকেল চালাতে তাঁর একদমই ক্লান্তি নেই। দিনে ২১ কিলোমিটার সাইকেল চালান তিনি। এবার নাকি ১০০ কিলোমিটারের টার্গেট নিয়েছেন অভিনেত্রী।
সামান্থা সদ্য এই সংক্রান্ত নানা প্রশ্নে প্রকাশ্যে সাংবাদিকের উপর চটে যান। আলাদা ভাবে গোটা ঘটনাতে বিরক্তি প্রকাশ করলেন নাগা চৈতন্যও। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি কেরিয়ারে প্রথম থেকেই তাঁর ব্যক্তিগত এবং পেশাদার জগৎ আলাদা রেখেছেন। তিনি দুটো কখনও এক করে ফেলেননি। এটা তিনি বাবা, মায়ের কাছ থেকে শিখেছেন, জানান তিনি নিজেই।