সোনম অন্তঃসত্ত্বা কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা। অবশেষে প্রকাশ্যে এল তার আসল কারণ। সোনমের মুম্বইয়ে আসার প্রধান কারণ, তাঁর বোনের বিয়ে। হ্যাঁ, আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিল কাপুরের ছোট মেয়ে, সোনম কাপুরের বোন রিয়া কাপুর। পাত্র কিন্তু ইন্ডাস্ট্রিরই খুব চেনা মুখ।
রিয়া কাপুরের হবু বরের নাম করণ বুলানি। করণ প্রযোজক-পরিচালক। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তোড়জোড় চলছে একেবারে নিঃশব্দে। তারকা পরিবারের বিয়ে অথচ বহিঃপ্রকাশ নেই বললেই চলে। তবে অনিল কাপুরের বাড়ি সেজে উঠেছে আলোয়। গত রাতে হবু জামাইকেও দেখা গিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে।
শোনা যাচ্ছে, দু’দিন ধরে হবে এই বিয়ের অনুষ্ঠান। মিডিয়ার প্রবেশ নিষেধ। জুহুতে অনিলের বাংলোতেই শুভ পরিণয় হওয়ার কথা আছে। হাজির থাকবেন পরিবারের একদম কাছের মানুষজনেরা। বিয়ে নিয়ে অযথা হইচই নাকি একেবারেই চাইছে না কাপুর পরিবার।