শোনা যাচ্ছে, চুপিচুপি নাকি বাবা হয়েছেন অভিনেতা রণবীর সিং। এও কি সত্যি! এমনটাই বলছে পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম। কী অবাক হচ্ছেন তো?
এবার ব্যাপারটা খুলে বললে যেটা দাঁড়ায় সেটা হল, ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি মজার প্রশ্নোত্তর সেশন খেলছিলেন অভিনেত্রী পরিণীতি। সেই সেশনেই ভক্তদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুঁড়ে দেন পরিণীতি। লেখেন, ‘হোয়াটস আপ’? অনেক ভক্তই অনেক কিছু উত্তর দিয়েছেন। কিন্তু এ সবের মধ্যেই সেরা উত্তর বেছে নিয়ে নিজের প্রোফাইলে রিপোস্ট করেন অভিনেত্রী। সেই ভক্ত লিখেন, ‘রণবীর সিং পাপা বন গ্যায়া’।
অভিনেত্রী কিন্তু চুপ থাকতে পারতেন কিন্তু আচমকা এ হেন মন্তব্যে তিনিও বেশ মজা পেয়েই তা শেয়ার করে রণবীরকে ট্যাগ করে লেখেন, ‘প্লিজ কনফার্ম’। না, তবে রিয়েল লাইফে বাবা হননি রণবীর। পরিণীতির দৃষ্টি আকর্ষণ করতেই হয়তো এ হেন মন্তব্য করেছেন ওই নেটিজেন। আর পরিণীতিও নিছকই মজার ছলেই তা শেয়ার করেছেন। পরিণীতির ওই প্রশ্নোত্তর পর্ব জমা হয়েছে নেটিজেনদের বলা আরও বেশ কিছু কথা। একজন আবার লিখেছেন পরিণীতি আর শ্রদ্ধা কাপুরের মুখের এত মিল যে তাঁদের দেখে যেন বোন বলে মনে হয়।