পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার। ভারতবর্ষে রাজ কুন্দ্রা বেশি পরিচিত ‘শিল্পা শেট্টির স্বামী’ হিসেবে। আর সে কারণেই পর্ন-কাণ্ডের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে শিল্পাকে। এক বার একটি সাক্ষাৎকারে নিজের মতামত প্রকাশ করেছিলেন রাজ সেই প্রসঙ্গে। ঠিক যেন সে রকম ঘটনাই ঘটছে এ বার।
রাজের কথায়, ‘আমি রাজ হিসেবে না, শিল্পা শেট্টির স্বামী হিসেবে বেশি পরিচিত বলে আমার ব্যক্তিগত জীবন বা কাজের ক্ষেত্রে তুচ্ছ ঘটনা ঘটলেও তাতে শিল্পার নাম চলে আসে। সংবাদমাধ্যমকে বুঝতে হবে, আমি কেবল একজন খ্যাতনামীকে বিয়ে করেছি বলে তাঁর নাম বার বার টেনে আনা কখনই যুক্তিযুক্ত নয়।’ রাজের জন্য শিল্পাকে অনেক কুমন্তব্য শুনতে হয়েছে বলে রাজ একাধিক বার মানহানির মামলা করেছেন।
রাজ তখন জানিয়েছিলেন, কেবল এই কারণে তাঁর জন্য দেশে থেকে কাজ করা খুব সমস্যাজনক হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে মন পড়ে থাকে, তাঁর পক্ষে সেখান থেকে চলে যাওয়া সম্ভব নয়।