দীর্ঘ ৪০ বছর বাদ আবারও পরেশ রাওয়ালকে দেখা যাবে গুজরাতি ছবিতে। আবারও মাতৃভাষায় অভিনয় করবেন পরেশ রাওয়াল। এর আগে ১৯৯১ সালে গুজরাতি ছবি ‘পারকি জানি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘ডিয়ার ফাদার’ নামক এক নাটকের উপর নির্ভর করে বানানো হবে এই নতুন ছবিটি। পরেশের বলছেন, ‘বহুদিন যাবত চেয়েছিলাম ওই নাটকটি যাতে ছবিতে রূপান্তরিত হয়। চেয়েছিলাম সমাজের অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক ওই নাটকটি। অবশেষে ৪০ বছর পর সেই সুযোগ আসায় আমি খুশি।‘ পরেশ আরও জানিয়েছেন, খুব ছোট সংখ্যক অভিনেতা নিয়ে শুট হবে এই ছবিটি। কারণ করোনা কালে, খুব বেশি সংখ্যক কর্মী নিয়ে শুট করা সমস্যাজনক। ওদিকে নিজের যোগ্যতাতেই অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল বলিউড জার্নি শুরু করেছেন। সেলিব্রিটি বাবা, অন্যান্য স্টারকিডদের মতো ছেলেকে কেন বলিউডে লঞ্চ করলেন না পরেশ? কিছু দিন আগেই সেই নিয়ে মুখ খুলেছিলেন পরেশ। বলেছেন, বলিউডে ছেলেকে লঞ্চ করতে যে পরিমাণ পয়সার দরকার হয় তাঁর কাছে সেটা নেই, তার চেয়ে নিজের যোগ্যতায় ছেলে কাজ করছে, বাবা হিসেবে তিনি অনেক খুশি। |