বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ছেলে তৈমুর আলি খানকে নিয়ে রাজস্থান বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়ে দারুণ মজা করছেন তাঁরা। করিনা রাজস্থানে তৈমুরের পুল টাইম ফ্রেমবন্দি করে এবং সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে তা শেয়ার করে নেয়।
তৈমুরের সেই ছবি শেয়ার করে করিনা ক্যাপশনে লেখেন, ‘পুলের ধারে বসে সকলের হ্যালোইন লুক দেখে নিচ্ছি’। করিনার শেয়ার করা তৈমুরের এই ছবিতে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, অমৃতা আরোরার মতো বলি ইন্ডাস্ট্রির সদস্যরা। আবার অনুরাগীদের অনেকেই তৈমুরের নতুন নাম দিয়েছেন। নামটি ‘সইফ জুনিয়র’।
তবে শুধু তৈমুরকে নিয়েই নয়, সইফ আলি খানও করিনার সঙ্গে রয়েছেন রাজস্থানে। সে ইঙ্গিত মিলেছে সইফের সোশ্যাল ওয়ালেই। আর অবশ্যই তাঁদের এই সফরের মধ্যমণি তাঁদের ছোট ছেলে জেহ।