‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজলের জুটি বহু বছর পর মানুষ বেশ উপভোগ করেছিল। আর সেই ছবিতে আরও একটি জিনিস দর্শকদের মন কেড়ে ছিল, তা হল অরিজিৎ সিংহের গলায় ‘গেরুয়া’ গান। কিন্তু অনেকেই জানেন না যে, ‘দিলওয়ালে’ ছবির এই জনপ্রিয় গানটির শ্যুটিংয়েই প্রাণ হারাতে পারতেন শাহরুখ খান। শেষ মুহূর্তে তাঁকে বাঁচিয়ে দিয়েছিলেন পর্দার প্রেমিকা কাজল।
‘গেরুয়া’ গানের শ্যুটিং চলছিল খাদে ঘেরা পাহাড়ি গুহা, জলপ্রপাতের সামনে চোখজুড়োনো লোকেশনে। এবড়োখেবড়ো পাহাড়ি জমিতেই ক্যামেরাবন্দি হচ্ছিল শাহরুখ-কাজলের জমাটি প্রেম। সেই সময়তেই নাচের মহড়া দেওয়ার সময়ে আচমকাই ঘটে গেল চরম বিপত্তি। নাচের সময়ে শাহরুখ পা ফস্কে পড়ে যেতে যেতে তাঁর হাত ধরে ফেলেছিলেন কাজল। তিনিই শাহরুখকে একটানে তুলে আনেন বিপদের মুখ থেকে।
তার পরে সেই গানটি তৈরি নিয়ে একটি ভিডিয়োতে সেই রুদ্ধশ্বাস মুহূর্তের গল্প শুনিয়েছেন কাজল নিজেই। শাহরুখ তাঁর বহু বছরের বন্ধু এবং পর্দার প্রেমিকাকে বার বার কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁকে বাঁচানোর জন্য। এ ঘটনা অনেকেরই অজানা ছিল।