আজকাল অনেকেই শরীরে ট্যাটু করান এটা নতুন বিষয় নয়। কোন তারকার ভক্তরা অনেক সময় আমরা দেখি সেই তারকাকে নিয়ে কিছু ট্যাটু নিজের ভালবাসা ব্যক্ত করতে অনেক সময়ই এমন কাজ করে থাকেন। ঠিক তেমনই এক কাজ করলেন এক ট্যাটু শিল্পী। প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার মুখ নিজের পায়ে ট্যাটু করালেন সেই ব্যক্তি।

মিয়ার সেই ভক্তের নাম জানা যায়নি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘ট্যাটু আর্টিস্ট ০১’। সেখান থেকেই শরীরে মিয়ার মুখ ট্যাটু করানোর ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। জানা যাচ্ছে, সেই ট্যাটু শিল্পী দিল্লির বাসিন্দা এবং মিয়ার প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করতেই এই কাজ করেছিলেন। অনেকেই তাঁর এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এই পুরো বিষয়টি স্বয়ং মিয়ারও চোখ এড়িয়ে যায়নি। কিন্তু ভক্তের এই কাজ মোটেই পছন্দ হয়নি তাঁর। ভিডিয়োটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘এটি খুবই খারাপ’। মিয়া বিষয়টিকে ভাল ভাবে না নিলেও প্রিয়ই তারকার কাছে পৌঁছে যেতে পেরে সেই ট্যাটু শিল্পী কিন্তু খুবই উচ্ছ্বসিত।