বলিউডের তারকা ভাই-বোন জুটির মধ্যে আরেক জনপ্রিয় জুটি তুষার কপূর এবং একতা কপূর। দিদি একতার হাত ধরেই ছবির জগতে এসেছিলেন তুষার। ভাইয়ের কেরিয়ার গড়ে দিতে একাধিক ছবি প্রযোজনা করেন জিতেন্দ্র-কন্যা। কিন্তু কেন এই ভাইকে এক সময়ে পুলিশের হাতে তুলে দিতে গিয়েছিলেন একতা?
সে বহু বছর আগের ঘটনা, তখন দু’জনেরই বয়স অল্প। পরিবারের সঙ্গে তিরুপতি বেড়াতে গিয়েছিলেন তাঁরা দুজনে। সেখানেই বিবাদ হয় ভাই-বোনের। রেগে গিয়ে দিদির নাকে ঘুসি মেরে দিয়েছিলেন তুষার। তখনই রেগে গিয়ে পুলিশকে ফোন করে বসেন একতা। কিন্তু শেষমেশ যদিও ভাইকে পুলিশের হাতে তুলে দিতে পারেননি দিদি একতা।
ছোটবেলা থেকেই দুই তারকা খুব ডানপিটে ছিলেন। কপিল শর্মার চ্যাট শো-তে এসে নিজেদের শৈশবকে এ ভাবেই বর্ণনা করছিলেন তুষার। স্কুলেতে গিয়েও মারপিট করতেন দু’জনে। খুনসুটি, ঝগড়ার মধ্যে দিয়ে এইভাবেই কেটেছে একতা এবং তুষারের শৈশব।