বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দিশা পটানি। অভিনেত্রী তাঁর গ্ল্যামারাস ও হট লুকের জন্য বেশ জনপ্রিয়। অন্যদিকে, অভিনেত্রীর এক দিদি রয়েছেন, যাঁর নাম খুশবু পটানি।
সম্প্রতি অভিনেত্রী দিশা পটানি তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর দিদি খুশবু পটানির সঙ্গে একটি ছোটবেলার ছবি শেয়ার করেন। শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন ডুব্বু’। আসলে আজ অভিনেত্রীর দিদির জন্মদিন তাই আজ বোন দিশা পটানি তাঁদের ছোটবেলায় ফিরে গিয়েছেন আবার।
ছোটবেলার সেই ছবিটি তাঁদের কোনও জন্মদিনের পার্টিতে তোলা। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে উজ্জ্বল মুখে তাকিয়ে রয়েছে দিশা আর তাঁর পাশে রয়েছেন তাঁর দিদি খুশবু। দিশার পরনে আছে একটি সাদা জামার ওপরে ডেনিম জ্যাকেট আর মাথায় আছে বার্থ ডে টুপি। অন্যদিকে তাঁর দিদি খুশবুও পরেছেন লাল জামার ওপর ডেনিম জ্যাকেট। দিশা তাঁর দিদির জন্য লেট-নাইট বার্থ ডে পার্টিও আয়োজন করেছিলেন। তারই এক ঝলক আবার দেখা গেছে দিশার ইনস্টা স্টোরিতে।