মনসন মাভুঙ্কালের জিম্মায় ছিল পোরশে বক্সটারের মতো দামি গাড়ি। পুরনো জিনিস বিক্রি করার নামে প্রতারণায় অভিযুক্ত তিনি। গত বছর পুলিশ সেই গাড়ি বাজেয়াপ্ত করেছিল। এবার সম্প্রতি জানা গেল, সেই গাড়ি নাকি বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের নামে নথিভুক্ত।
সেই গাড়ির কাগজপত্র ঘেঁটে দেখা গিয়েছে, বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে করিনার বাবা রণধীর কপূরের নাম। ঠিকানার জায়গায় করিনা বাড়ির ঠিকানাই লেখা সেখানে। কিন্তু নথি না বদলে মনসন কী ভাবে সেই গাড়িটির মালিক হল, সে কথা কিন্তু এখনও জানা যায়নি। গাড়িটি এ মুহূর্তে আলাপুঝা জেলার স্থানীয় থানায় রয়েছে। এর তদন্ত চলছে, তবে আপাতত পুলিশ এ রকম আরও ২০টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছে মনসনের কাছ থেকে, এমনটাই খবর পাওয়া গেছে।
মনসনের প্রতারণার তালিকায় খ্যাতনামী থেকে সাধারণ, রাজনীতিক থেকে উচ্চ পদস্থ পুলিশকর্ত সব স্তরের মানুষের নাম রয়েছে। পুরনো মূল্যবান জিনিস বিক্রি করার নামে স্থানীয় সস্তার জিনিস বিক্রি করত সে। মানুষকে বুঝিয়েছিল যে, পুরনো জিনিস বিক্রি করে সে অনেক টাকার মালিক।