আরিয়ান-মাদক কাণ্ডে কি বিদেশি যোগ রয়েছে? শোনা যাচ্ছে মাদক কাণ্ডে এবার নতুন মোড়, গোরেগাঁও থেকে গ্রেফতার হল আরও এক বিদেশি নাগরিক। রবিবার এনসিবি জানিয়েছে, ওই নাইজিরীয় নাগরিকের কাছ থেকেও উদ্ধার হয়েছে মাদক দ্রব্য। আগামীকাল অর্থাৎ সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করবে এনসিবি।
এনসিবি-র মুম্বই শাখা কোকেন সহ ওকারো ওজামা নামে ওই নাইজেরীয় নাগরিককে আটক করে। ওজামাকে নিয়ে এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মুম্বই এনসিবি। মাদক মামলায় শুরু থেকেই বিদেশি নাগরিকদের দিকেও শ্যেন দৃষ্টি রয়েছে তদন্তকারীদের।
প্রথমবারের জন্য ৭ অক্টোবর এই মামলায় জড়িত সন্দেহে বান্দ্রা এলাকা থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন নামে এক ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। আরিয়ান এবং তাঁর বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেখান থেকেই আটক করা হয় এই অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে মাদক-পার্টি সম্পর্কিত কিছু জরুরি তথ্য উঠে আসতে পারে বলে সেই সময় দাবি করেছিলেন এনসিবির আধিকারিকেরা।