মাদক-কাণ্ডে ধৃত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হল না। তাঁকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করলেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন বলে মনে করেছেন তাঁরা।
গত শনিবার রাতে আটক করা হয়েছিল শাহরুখ-পুত্রকে। এনসিবি-র দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করেন আধিকারিকরা। আদালত জানিয়ে দিয়েছে যে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে রাখবে এনসিবি।
আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তাঁর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিণ্ডে। জানা যায় যে, শাহরুখই তাঁর ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।